Posts

বিশুদ্ধ নিয়তের বিস্ময়কর ঘটনা

Image
বিশুদ্ধ নিয়তের বিস্ময়কর ঘটনা! বিশুদ্ধ নিয়তের বিস্ময়কর ঘটনা! হাদীস শরীফে বর্ণিত আছে,মোমেনের নিয়ত;তার আমলের চেয়েও শ্রেষ্ঠ। অন্য এক হাদীসে হযরত উমর র. বলেন : আমি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি অসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন : নিশ্চয় স্মরণ রেখ! আল্লাহ পাকের নিকট কাজের ফলাফল মানুষের নিয়ত অনুসারে হয়। প্রত্যেক মানুষ তার কজের ফলাফল আল্লাহ পাকের নিকট তেমনই পাবে যেমন সে নিয়ত করবে। এজন্য নিয়তের গুরুত্ব অপরিসীম। আল্লামা ইবনে কাসীর রহ. বোখারী শরীফে সংকলিত একটি ঘটনা। বিদেশে সফরে চলে গেল। কাজ শেষ হলে সে দেশে ফেরার উদ্দেশ্যে সমুদ্র তীরে হাযির হল। এবং জাহাজের অপেক্ষা করতে লাগলো,কিন্তু কোন জাহাজের ব্যবস্থা হলনা। এদিকে ঋণ আদায়ের সময় এসেগেল,সে অত্যন্ত ব্যাকুল চিত্তে সময় কাটায় কিন্তু জাহাজের কোন ব্যবস্থাই হলোনা | তখন ঔ ব্যক্তি একটি কাঠের খন্ড হাতে নিয়ে তার মাঝখানে ফাঁকা করলো এবং এক হাজার স্বর্ণমুদ্রা এবং একটি চিঠি তার মধ্যে রেখে দিল। এর পর কাঠের খন্ডটির মুখ বন্ধ করে সমুদ্রে নিক্ষেপ করলো এবং বলল : হে আল্লাহ! তুমি তো জানো আমি শুধু তোমাকে সাক্ষী করে এবং তোমার জামানাতে এক হাজার স্বর্ণমুদ্রা ঋণ নিয়েছিলাম। কিন্তু...

অন্তর মরে যাওয়ার দশটি কারণ

Image
  অন্তর মরে যাওয়ার দশটি কারণঃ অন্তর মরে যাওয়ার দশটি কারণ হযরত ইবরাহীম বিন আদহাম (رضی اللہ تعالی عنه) বসরা’র বাজার দিয়ে যাওয়ার পথে লোকজন তাকে ঘিরে ধরল।তারা তাঁকে জিজ্ঞেস করল, হে আবু ইসহাক, আমাদের কী হয়েছে যে, আমরা দুয়া করি কিন্তু দোয়া কবুল হয় না? তিনি বললেন, কারণ, তোমাদের অন্তরগুলো মরে গেছে দশটি কারণে। সেগুলো হল- প্রথম: তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ, কিন্তু তাঁর হক আদায় করো নি। দ্বিতীয়: তোমরা বলে থাক যে, তোমরা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালবাসো কিন্তু তার সুন্নত ও আদর্শকে পরিত্যাগ করেছ। * তৃতীয়: তোমরা কুরআন পাঠ করেছ, কিন্তু তদনুযায়ী আমল করো নি। *চতুর্থ: তোমরা আল্লাহর নিয়ামত খেয়েছ কিন্তু তার শুকরিয়া আদায় করো নি। * পঞ্চম: তোমরা বলেছ যে, শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছো এবং তার অনুসরণ করছ। * ষষ্ঠ: তোমরা স্বীকৃতি দিয়েছো যে, জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করো নি। * সপ্তম: তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জাহান্নাম সত্য কিন্তু তা থেকে পলায়ন করো নি। * অষ্টম: তোমরা স্বীকার করেছ যে, মৃত্যু অবধারিত সত্য। কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করো নি। * নবম: ঘুম থেকে জ...

মুত্তাকী হওয়ার অসাধারণ একটি উদাহরণ :

Image
  মুত্তাকী হওয়ার অসাধারণ একটি উদাহরণ : BEAUTIFUL EXAMPLE OF BECAME A MUTTAKI অসাধারণ একটি উদাহরণ : মুত্তাকী হওয়ার একদিন এক যুবক এক আলিমের কাছে আসল, এসে বলল- হুযুর আমিতো এক তরুণ যুবক, কিন্তু সমস্যা হল আমার মাঝে প্রবল খায়েশ কাজ করে। আমি যখন রাস্তা দিয়ে চলা ফেরা করি তখন আমি মেয়েদের দিকে না তাকিয়ে পারি না। আমি এখন কি করতে পারি। তখন ঐ আলিম চিন্তা করল এবং চিন্তা করার পর তাকে একটা দুধ ভর্তি গ্লাস দিল যার পুরোটায় দুধে কানায় কানায় পুর্ণ ছিল এবং তাকে বলল – “আমি তোমাকে বাজারের একটি ঠিকানা দিচ্ছি তুমি এই দুধটুকু সোজা সেখানে পৌছিয়ে দিয়ে আসবে।” ঐ আলিম তাকে আরো নির্দেশ দিল যে, গ্লাস থেকে এক ফোঁটা দুধও যাতে না পরে । যদি দুধ পরে তাহলে একজন পাহারাদার তাকে প্রহার করবে । তো যুবকটি বলল– “ঠিক আছে, তা কখনো হবে না। অর্থাৎ দুধ মাটিতে পরবে না” অতপর সে তার এক ছাত্রকে তার সহযোগী করে আদেশ দিল, তুমি তার সাথে বাজারে যাও এবং সে যদি যাওয়ার সময় এই গ্লাস থেকে এক ফোঁটা দুধ ফেলে তবে তাকে তুমি চরমভাবে পিটাতে থাকবে। ঐ যুবকটি সতর্কতার সাথে দুধটুকু বাজারে পৌছিয়ে দিল এবং এই সংবাদ আলেমকে জানানোর জন্য সে দৌড়ে ছ...

ABOUT QARI AMINUL ISLAM

Image
                 ABOUT QARI AMINUL ISLAM                আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমি আমিনুল ইসলাম। আমার জন্ম ১৯৯৯ সালের ১লা আগস্ট মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরাম পুর গ্রামে হয়।